নগরীর পশুর হাটকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। সিএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম বলেন, পশুর হাটে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। পশুর হাটকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে আরও নিরাপত্তা বৃদ্ধি করা হবে।
প্রতি বছর কোরবানির হাটকে ঘিরে সক্রিয় হয় অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং জাল টাকার পাচার চক্র। কোরবানির পশুর হাটে এ চক্রগুলোর অপতৎপরতা ঠেকাতে নেওয়া হয়েছে নিরাপত্তা পরিকল্পনা। জাল নোট পাচার ঠেকাতে প্রতিটি বাজারে বসানো হবে জাল নোট শনাক্তকরণ মেশিন। অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রুখতে পোশাক পরিহিত পুলিশ সদস্যের পাশাপাশি থাকছে সাদা পোশাকের সদস্যরা। পশুর হাট দখল-বেখল নিয়ে সংঘাত, খুঁটি বাণিজ্য এবং চাঁদাবাজি ঠেকাতে জিরো টলারেন্সে থাকবে পুলিশ। হাটগুলোতে বসানো হবে পুলিশের কন্ট্রোল রুম। ক্রেতা-বিক্রেতাদের সচেতনতায় করা হবে মাইকিং। পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি করোনা প্রাদুর্ভাবের মধ্যে পশুর হাটের স্বাস্থ্যবিধি মেনে চলতে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতেও কাজ করবে পুলিশ।