মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংককে ৫৮ রানে হারিয়ে টানা দশম জয় পেয়েছে আবাহনী। টস হেরে ব্যাট করতে নামা দলটির হয়ে সেঞ্চুরির দেখা পান নাঈম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দুজনেরই এটি প্রথম সেঞ্চুরি। ওপেনিং জুটি থেকেই ১১০ রান আসে আবাহনীর। বিশাল চৌধুরীর থ্রোয়ে এনামুল হক বিজয় (৪৫) রান আউট হলে ভাঙে সেই জুটি। রেজাউর রহমান রাজার বলে আউট হওয়ার আগে শান্তর সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন নাঈম। ১০৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৫ রান করেন বাঁহাতি এই ওপেনার। এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ঝড় তোলেন শান্ত। ৭৭ বলেই তুলে নেন সেঞ্চুরি। তবে তিন অংকের দেখা পেয়ে বেশিক্ষণ থিতু হতে পারেননি। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ৮৫ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১১৮ রান করেন তিনি। তাতে ভাঙে হৃদয়ের সঙ্গে তার ৬২ বলে ১২৩ রানের জুটি। হৃদয় অবশ্য অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ৩৫ বলে ২ চার ও ৪ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। তাড়া করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৮৩ রানের বেশি করতে পারেনি প্রাইম ব্যাংক। ইনিংসের দ্বিতীয় ওভারেই ১ রান করা তামিমকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। ৪৩ রানের ভেতর কাটা পড়েন জাকির হাসান (৮) ও শাহাদাৎ হোসেন দীপু (১২)। এরপর মুশফিকের সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে আশা জাগিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। কিন্তু ফিফটি ছোঁয়ার পর তাকেও ফিরতে হয়। ৭০ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রানে আউট হন বাঁহাতি এই ওপেনার। বাকিটা সময় মুশফিককে যোগ্য সঙ্গ দিতে পারেননি আর কোনো ব্যাটার। আঙুলের চোট কাটিয়ে এটাই ছিল অভিজ্ঞ এই ব্যাটারের প্রথম ম্যাচ। ১০৫ বলে ১৪ চারে ১১১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। আবাহনীর হয়ে তিনটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তাসকিন অবশ্য ইনিংসের শেষ দিকে ফিল্ডিং করার সময় চোটে পড়ে। সতীর্থদের কাঁধে চড়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। ১০ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে আবাহনী।