এটাই নিজের শেষ বিশ্বকাপ। আর এতেই নিজেকে যেন মেলে ধরেছেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক কাম ব্যাটার কুইন্টন ডি কক। বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, চলতি আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সেঞ্চুরির পর এবার বাংলাদেশের সঙ্গেও সেঞ্চুরি করলেন ডি কক। প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে ৩ বা তার বেশি সেঞ্চুরি পেলেন ডি কক। শ্রীলংকার বিপক্ষে ১০০ রান দিয়ে টুর্নামেন্ট শুরু করেন ডি কক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে করেন ১০৯। আর বাংলাদেশের বিপক্ষে আউট হওয়ার আগে ১৭৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন ডি কক। ২০১১ বিশ্বকাপে এবি ডি ভিলিয়ার্স দুটি সেঞ্চুরি করেছিলেন। এক আসরে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সেঞ্চুরি ছিল সেটিই। ডি কক তাকে ছাড়িয়ে গেলেন ৫ ম্যাচেই।