জার্মান পোস্ট কোড লটারী চ্যারিটি উৎসব ২০২৩’–এ ভাষণ দিলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। গত বুধবার জার্মানির ডুসেলডর্ফে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান বক্তা হিসেবে যোগ দেন প্রফেসর ইউনূস। ইউনূস সেন্টার এ তথ্য জানিয়েছে।
জার্মান পোস্ট কোড লটারী ইউরোপীয় পাঁচটি দেশের পোস্ট কোড লটারীগুলির অন্যতম। এই দেশগুলির ১ কোটি ৩০ লক্ষ মানুষ পোস্টকোডের ভিত্তিতে এই লটারীতে অংশগ্রহণ করে থাকেন। পোস্ট কোড লটারী থেকে যে আয় হয়ে থাকে তার ৩৩ থেকে ৪০ শতাংশ পৃথিবীর বিভিন্ন দেশে পরিচালিত চ্যারিটিগুলিতে দান করা হয়। ডাচ পোস্ট কোড লটারি (উচঈখ) এবং জার্মান পোস্ট কোড লটারি (এচঈখ) অনেক বছর ধরে ণণ ফাউন্ডেশনের মাধ্যমে প্রফেসর ইউনূসের বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা আন্দোলনকে সমর্থন করে আসছে। তাঁর ভাষণে প্রফেসর ইউনূস ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা ও সার্বজনীন ব্যবসা উদ্যোগ নিয়ে কথা বলেন এবং শূন্য বৈশ্বিক উষ্ণায়ন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্ব–ভিত্তিক ‘তিন শূন্য’র একটি নতুন সভ্যতা সৃষ্টি করার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। প্রফেসর ইউনূসের ভাষণের পর বিশ্বখ্যাত অভিনেতা ও সমাজকর্মী জর্জ ক্লুনি তাঁর কাজ ও অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করেন।