নতুন বছরের প্রথম দিনেই কথামালা আবৃত্তি গান আর আড্ডা দিয়ে তিন যুগ পূর্তি উদযাপনের বর্ণিল সূচনা অনুষ্ঠান করলো ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন। গতকাল শনিবার দৈনিক আজাদী মিলনায়তনে সুস্মিতা চৌধুরী সঞ্চালনায় ক্বণনের সভাপতি মোসতাক খন্দকারের স্বাগতিক মুখ্য আলোচনার মাধ্যমে শুরু হয় বর্ণাঢ্য আয়োজন। আবৃত্তি পরিবেশন করেন সৌভিক চৌধুরী, শাওকি ইবনে সাফওয়ান, তাহসিন ও আকরাম আসিফ। সমবেত কন্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শুভ্রা চক্রবর্তী, প্রেমা চৌধুরী, হোসাইন সোহেল ও মোহাম্মদ ইব্রাহিম। স্মৃতিচারণ করেন, রাশেদ মুহাম্মদ, হাসান নাঈম, ইমরানুল হক, তৃষা সেন, তাহমিনা গণি, শরীফ মাহমুদ, সাইমুম মুরতজা, শুভ্রা চক্রবর্তী এবং কবি ও ঔপন্যাসিক আরমানুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আবৃত্তি একটি শিল্প। কবি যে অনুভব থেকে শব্দের পর শব্দ সাজিয়ে কবিতা রচনা করেন, তা শ্রুতি মাধুর্যে, বাচিক শৈলিতে শ্রোতার কাছে পৌঁছে দেন আবৃত্তিশিল্পী। আলোচনাপর্ব শেষে মোহাম্মদ ওয়াসিমের বাদনে বাঁশির সুরের মুর্ছনায় ক্বণন পরিবার কেক কেটে তিন যুগ তথা ৩৬ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করে। প্রেস বিজ্ঞপ্তি।