তিন মাসে সরকারের ঋণ কমেছে ৩ হাজার ৭৭৮ কোটি টাকা

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

মূল্যস্ফীতি কমাতে সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়া কমিয়েছে। ব্যাংক থেকে ঋণ দেওয়ার পরিবর্তে পরিশোধ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাইসেপ্টেম্বর তিন মাসে ব্যাংক খাতের সার্বিক ঋণ তিন হাজার ৭৭৭ কোটি ৮৫ লাখ কমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে আর্থিক খাত থেকে সরকারের সার্বিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ ৯০ হাজার কোটি ১৯ লাখ টাকা। চলতি ২০২৩২৪ অর্থবছরের শুরুতে ব্যাংক খাতে সরকারের ঋণের পরিমাণ ছিল তিন লাখ ৯৩ হাজার ৭৭৮ কোটি ৪ লাখ টাকা। খবর বাংলানিউজের।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুলাইসেপ্টেম্বর তিন মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে ২৫ হাজার ৭০৯ কোটি ১৯ লাখ টাকা। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের পূর্বের ঋণ পরিশোধ করেছে ২৯ কোটি ৪৮৭ কোটি ৪ লাখ টাকা। এ হিসাবে বাংলাদেশ ব্যাংকের পূর্বের এ ঋণ পরিশোধ করতে সরকারের কোষাগার থেকে অর্থ দেওয়ার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকে ধার করতে হয়েছে। তবে সরকারের কার্যক্রম চালাতে নতুন করে ঋণ করতে হয়নি।

সূত্র জানায়, ব্যয় মেটাকে সরকার ঋণের পরিবর্তে রাজস্ব নির্ভরতার দিকে অগ্রসর হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ জনের নামে মামলা, আটক ৬
পরবর্তী নিবন্ধবাথরুমে নিয়ন্ত্রণহারা লেগুনার হানা, প্রাণ গেল গৃহবধূর