তিন মামলা দায়ের আসামি হেফাজত নেতা মামুনুল

সোনারগাঁয়ে তাণ্ডব

| বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্ট-কাণ্ডের পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চালানো তাণ্ডবের ঘটনায় তিনটি মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ থানার পুলিশ কর্মকর্তা বাদী হয়ে দুটি এবং হেফাজত নেতাকর্মীদের হামলায় আহত সাংবাদিক হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। এর একটি মামলায় প্রধান আসামি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, হেফাজতের তাণ্ডবের ঘটনায় সোনারগাঁ থানায় তিনটি মামলা গ্রহণ করা হয়েছে। এ মামলায় কয়েকশ’ জনকে আসামি করা হয়েছে। ‘সিসিটিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করে নাম ঠিকানা অর্ন্তভুক্ত করা হবে। এ ঘটনায় এজহারভূক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ। খবর বিডিনিউজের।
পুলিশের কাজে বাধা, হামলা ও ভাংচুরের ঘটনায় সোনারগাঁ থানার উপ-পরিদর্শক ইয়াউর রহমান বাদী হয়ে মামুনুল হককে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। সন্ত্রাস বিরোধী আইনে আরিফ হাওলাদার বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে অপর মামলাটি করেন। এসব মামলায় পাঁচ শতাধিক অজ্ঞাত আসামি রয়েছে। এছাড়া গত শনিবার রিসোর্টে মামুনুল কাণ্ডের খবর সংগ্রহ করতে যাওয়া স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমানের বাড়িঘর ভাংচুর ও মারধরের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং ৭০-৮০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএকে একে পাঁচজনকে কোপালো যুবক, প্রাণ গেল দুজনের
পরবর্তী নিবন্ধটাঙ্গাইলে দোকানের কোটি টাকা আত্মসাৎ করে কক্সবাজারে ধরা