ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন একটি হাইওয়ে টানেল ধসের পড়ার পর তিনদিন পেরিয়ে গেলেও এখনো ভেতরে আটকা পড়া ৪০ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। মাটির ভেতর বড় পাইপ ঢুকিয়ে তাদের কাছে পৌঁছানোর এবং তাদের উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিশাল বিশাল বোল্ডারের কারণে পাইপ ঢোকানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিডিনিউজের।
তবে আটকে পড়া শ্রমিকদের কাছে রোববার সকাল থেকেই একটি পাইপের মাধ্যমে খাবার, পানি ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং তারা সেখানে সুস্থ এবং নিরাপদ আছেন বলে রয়টার্সকে জানিয়েছেন ভারতীয় এক কর্মকর্তা। রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে রাজ্যটির উত্তরকাশী জেলায় ব্রহ্মখাল–যমুনাত্রী জাতীয় মহাসড়কের অংশে নির্মাণাধীন টানেলটির একটি অংশ ধসে পড়ে।