কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর হামলায় আহত সৈয়দুল হক (৪৩) তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মারা গেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সৈয়দুল হক খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া সওদাগর পাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানিয়েছেন, সৈয়দুল হকের বসতভিটার সীমানার একটি গাছ কাটা নিয়ে প্রতিবেশী মোহাম্মদ ইউসুফের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে ইউসুফ ও তার সন্তানেরা একজোট হয়ে গত সোমবার রাতে এবং পরদিন মঙ্গলবার সকালে দু’দফায় সৈয়দুল হকের উপর হামলা চালায়। এসময় কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত সৈয়দুল হককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমানা বিরোধ থেকে দুই প্রতিবেশীর মধ্যে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।












