তিন দিন ধরে খবর নেই টেকনাফের গুরা মিয়ার (৩০)৷ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ জিরো পয়েন্টের নিজের মুদি দোকান হতে গত ২৬ ডিসেম্বর রাত ১২টার দিকে অপহরণের শিকার হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
তিনি সাবরাং ইউনিয়নের কোয়ানছড়ি পাড়ার মৃত আমির হোসেনের ছেলে।
এ বিষয়ে স্থানীয় কয়েকজনকে অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তার ভাই আব্দুল গফুর।
তিনি অভিযোগ করে বলেন, “২৬ ডিসেম্বর রাত ১২টার দিকে একটি মাইক্রোবাস এসে দোকান থেকে মুখোশ পরা কয়েকজন গুরা মিয়াকে অপহরণ করে নিয়ে যায়। পরে ২৭ ডিসেম্বর দুপুরে স্ত্রী রাশেদা বেগমের মোবাইল ফোনে তিনি বিজিবির সাথে রয়েছেন এবং পরবর্তী সময়ে চলে আসবেন বলে জানান। কিন্তু এরপর থেকে তার মোবাইল বন্ধ এবং এ পর্যন্ত ঘরে ফিরে আসেননি। এর আগে গত ১৬ ডিসেম্বর স্থানীয় জনৈক আব্দুল মজিদের সাথে গুরা মিয়ার ঝগড়া হয়।”
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নজরে রয়েছে বলে নিশ্চিত করেন।