তিন দফা দাবিতে চবি অফিসার সমিতির কর্মবিরতি শুরু

চবি প্রতিনিধি | সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৫:২৫ পূর্বাহ্ণ

প্রশাসক পদ বাতিল ও অফিসার পদে শিক্ষকদের প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ৩ দিনের কলম বিরতির পর গতকাল রোববার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে চবি অফিসার সমিতি। দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি দেবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী বলেন, প্রথমদিনের মত কর্মবিরতি কর্মসূচি শেষ হয়েছে। সোমবার উপাচার্যের সাথে বৈঠক রয়েছে। এতে সমস্যা সমাধানের কোনো সম্ভাবনা না দেখলে লাগাতার কর্মবিরতি চলবে। কর্মবিরতি পালনের জন্য আমাদের শনিবার সন্ধ্যায় একটি প্যান্ডেল করার সময় প্রশাসন হস্তক্ষেপ করেছে। এর আগে ৮ অক্টোবর অফিসার সমিতি তিন দফা দাবিতে ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুই ঘণ্টা করে কলম বিরতি ও ১৫ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি এবং ১৮ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেয়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ফাউন্ডেশনের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচিটাগাং সংবাদপত্র হকার্স সমিতির দোয়া মাহফিল