তিন কোটি ২০ লাখ রুপিতে সাকিব আবার কলকাতায়

আইপিএলের নিলাম ।। ১ কোটিতে রাজস্থানে মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:০১ পূর্বাহ্ণ

আইপিএলে আবার জায়গা পেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। তিন কোটি ২০ লাখ রুপিতে আইপিএলে নিজের পুরনো ঠিকানায় ফিরলেন সাকিব আল হাসান। আর বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। চেন্নাইয়ে গতকালের নিলামে তাকে প্রথম ডাকেই পেয়ে যায় রাজস্থান। ২০১৬ আসর দিয়ে মোস্তাফিজের আইপিএল অভিষেক। ১ কোটি ৪০ লাখ রুপিতে সেবার তাকে দলে নিয়েছিল হায়দ্রাবাদ। প্রথম আসরেই দুর্দান্ত বোলিং করে দলের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন মোস্তাফিজ। সেবার ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। পরের আসরে হায়দ্রাবাদের হয়ে মাত্র ১টি ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। ২০১৮ আইপিএলের নিলামে ২ কোটি ২০ লাখ রুপিতে তাকে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সে আসরে উইকেট নেন ৭টি।
এদিকে আইপিএলে সাকিবের প্রথম দল ছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১১ থেকে টানা সাত মৌসুমের ছয়টিতে খেলেছিলেন এই দলে। কলকাতার দুটি শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি। এবারের নিলামে সাকিবকে দলে পাওয়ার লড়াই জমেছিল কলকাতা ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে। ২ কোটি ভিত্তি মূল্যের এই অলরাউন্ডারকে কলকাতা নিয়ে নেয় ৩ কোটি ২০ লাখ রুপিতে। নিলামের চূড়ান্ত তালিকায় আছেন মাহমুদউল্লাহ ও মোহাম্মদ সাইফ উদ্দিন এবং মুশফিকুর রহিম। তবে তারা দল পাননি গতকাল। সাকিব এবং মোস্তাফিজ এবারের আইপিএলে কতটা খেলতে পারবেন তা নিয়ে রয়েছে সংশয়। এবারের আইপিএল হতে পারে এপ্রিল-মে মাসেই। আর এপ্রিলে শ্রীলংকা সফরে যেতে পারে বাংলাদেশ। মে মাসে লংকানরা আসতে পারে বাংলাদেশে। যদিও সূচি যদিও এখনও চূড়ান্ত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধপূবালী ব্যাংকের ডিজিএমকে চট্টগ্রাম অর্থঋণ আদালতে তলব
পরবর্তী নিবন্ধকরোনায় দেশে আরো ১৫ মৃত্যু শনাক্ত ৩৯১