দায়িত্ব বুঝে নেওয়ার প্রথম সপ্তাহে তিনটি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী। এ সময় আধুনিক পৌরসভা বিনির্মাণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রকল্পগুলো হচ্ছে পৌরসভার ২ নং ওয়ার্ডের মহেশ্বরী সড়ক কাপের্টিং, ৮ নং ওয়ার্ডের গুল মোহাম্মদ তালুকদার বাড়ি সড়ক আরসিসি ঢালাই এবং একই ওয়ার্ডের আনার তালুকদার বাড়ি সড়ক উন্নয়ন। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ৫৬ লাখ ২৬ হাজার ২শ টাকা।
গত ১০ মে এসব প্রকল্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর মধ্যে মো. আলী, গাজী আমান উল্লাহ, জয়নাল আবেদীন, সেলিনা আকতার, হাসিনা মমতাজ, নাজিরহাট পৌরসভার প্রকৌশলী রাজিব বড়ুয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারেস মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক আমান উল্লাহ, মো. মুমিন, মো. পারভেজ প্রমুখ।