তাৎক্ষণিক সমাধান পেলেন বেশ কয়েকজন

সিএমপির ওপেন হাউজ ডে

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী পুলিশের ওপেন হাউজ ডে’তে বেশ কয়েকজন সেবাপ্রার্থীকে সেবা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। নগরীর দামপাড়ায় সিএমপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’তে উপস্থিত থেকে সেবা প্রত্যাশীদের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী। সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেবাপ্রার্থীদের কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং সিএমপি কমিশনারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় সিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপপুলিশ কমিশনার (ডিবি পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খানসহ সিএমপির শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরক্ষণাবেক্ষণের জন্য ট্রাফিক ডাইভারসন ২৭-৩০ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধএই ঋণ শোধ হবে না