চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ধারাবাহিক ‘ওপেন হাউজ ডে’ গত মঙ্গলবার পূর্বঘোষিত সময় অনুযায়ী বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দামপাড়াস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকে হাসিব আজিজ প্রতি সপ্তাহের মঙ্গলবার ওপেন হাউজ ডে আয়োজনের মাধ্যমে নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এতে নগরবাসী সিএমপি কমিশনারের সাথে সরাসারি নিজেদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা বলতে পেরে এবং অনেক বিষয়ে তাৎক্ষণিক সমাধান পেয়ে ভীষণ খুশি। গত মঙ্গলবার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে বেশ কয়েকজন সেবাপ্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
এসময় তিনি সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেবাপ্রার্থীর মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বাকি সেবা প্রার্থীগণ সিএমপি কমিশনারের নিকট বিভিন্ন বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন ও এমন একটি উদ্যোগের জন্য কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আশফিকুজ্জামান আকতার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) হুমায়ূন কবির, উপ–পুলিশ কমিশনার (সদর) মো. তারেক আহমেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে, বর্তমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাঁর নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতি সপ্তাহের মঙ্গলবার ওপেন হাউজ ডে আয়োজনের মাধ্যমে নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের উপ–পুলিশ কমিশনারগণ প্রতি সপ্তাহে রবিবার একই প্রক্রিয়ায় সাধারণ জনগণের বক্তব্য শুনে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন।