রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক লোকমান আনছারী এবং কাজী মো. ইলিয়াস রেজার মা তাহেরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)।
বুধবার রাত ১২টায় আব্দুল গণি শাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা মো. নুরুল আলম। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন, কচুখাইন দরবার শরীফের শাজাহাদা মো. হাসান। এসময় রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসুফ উদ্দিন, সহ–সভাপতি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাজী নুরুল আলমের স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৫ ছেলে সন্তান, নাতি–নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে রাউজান প্রেসক্লাব, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।