তাসাউফভিত্তিক সমাজে নেই হিংসা ও উগ্রতা

গোলামুর রহমান মাইজভাণ্ডারীর (ক.) খোশরোজে সাইফুদ্দীন আহমদ

| বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (.)-এর ১৬০তম খোশরোজ ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারে তিনদিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের ব্যবস্থাপনায় কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউসিয়া ও রওজায় গিলাফ চড়ানো, ফ্রি চিকিৎসা সেবা, ছেমাকাওয়ালি, ওয়াজমিলাদ মাহফিল।

গত মঙ্গলবার খোশরোজ শরীফের শেষ দিনে আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে ক্ষমা, হেদায়েত ও শান্তির আকুতি জানিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনার পাশাপাশি ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মানুষের শান্তি, নিরাপত্তা ও মুক্তি কামনা করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি..)

মাহফিলে সভাপতির বক্তব্যে বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি..) বলেন, হাজার বছরের ধর্মীয় সহনশীলতা ও সমপ্রীতির ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ এগিয়ে চলেছে। এই সমপ্রীতির ভিত্তি রচনা করেছেন আউলিয়ায়ে কেরাম। তাঁরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। তাসাউফের আলোকে তাঁরা এমন একটি সমাজ গঠন করেছেন, যেখানে হিংসা নেই, বিদ্বেষ নেইআছে মানবতা, ভালোবাসা ও নিরাপত্তাবোধ। যতদিন এ তাসাউফের দর্শন টিকে থাকবে, ততদিন সমাজে শান্তি থাকবে এবং উগ্রবাদ মাথাচাড়া দিতে পারবে না।

খোশরোজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মেহবুবে মইনুদ্দীন (মা.জি..), সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন, আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারীয়ার সাধারণ সম্পাদক খলিফা শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী। মাহফিল সঞ্চালনা করেন মাওলানা রুহুল আমিন ভূঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবুল হোছাইন স্মৃতি সংসদের স্মরণসভা
পরবর্তী নিবন্ধসর্বত্র নারীদের অংশগ্রহণ বাড়ুক ন্যায়বিচারের পথ প্রশস্ত হোক