গত বছর আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় খেলতে যাননি। এবার খেলার সুযোগ পেলে তাসকিনের প্রতি ম্যাচে তিন উইকেট নেওয়ার ক্ষমতা আছে বলেছেন ভারতের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন বলে বল হাতে আগুন ঝড়িয়েছেন তাসকিন। ৫ ম্যাচে ৭.২৭ ইকোনমিতে ৮ উইকেট নেওয়া তাসকিনই বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরমার।
বিশ্বকাপে বাংলাদেশ যে দুটি ম্যাচ জিতেছে দুই ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। আকাশ চোপড়া মনে করছেন, সুযোগ পেলে আইপিএলে ভয়ংকর বোলার হয়ে উঠতে পারেন তাসকিন, ‘তাসকিন দুর্দান্ত বোলার, বলে পেস আছে। সর্বশেষ আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাঁকে চেয়েছিল, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়পত্র দেয়নি। এবার যদি সে ছাড়পত্র পায়, তাহলে সে ভয়ংকর বোলার হতে পারে। কারণ, নতুন বলে উইকেটকিপার ও তাসকিনের মধ্যেই শুধু খেলা হয়!
ব্যাপারটা এমন নয়, সে শুধু অস্ট্রেলিয়ার মাঠেই ভালো করেছে। সব মাঠেই তাঁকে সম্মান দিতে হবে।’ আকাশ বলেন, ‘ডেথ ওভারে তাসকিন খরুচে। তবে তাঁকে যদি পাওয়ার প্লেতে ২,৩ ওভার ও ১২-১৩ ওভারের দিকে বাকি ওভার করানো হয় তাহলে প্রতি ম্যাচে সে ৩ উইকেট পেতে পারে।’