নগরীর টাইগারপাসে অবৈধভাবে রেলওয়ের জায়গায় গড়ে তোলা কলোনির ভাড়া বাসার তালাবদ্ধ একটি রুম থেকে মুখ ও হাত–পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকটির নাম সালাউদ্দিন (৩০)।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান আজাদীকে জানান, সোমবার সকালে টাইগারপাসের রেলওয়ে কলোনির কুয়ার পাড় এলাকায় ১১ নম্বর বিল্ডিংয়ের সামনের খালি জায়গায় অবৈধভাবে নির্মাণ করা একটি টিন শেড ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘরের তালা ভেঙে দেখতে পান ঘরের ভেতর হাত–পা বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ পড়ে আছে। তার মুখ ও হাত–পা গামছা এবং লুঙ্গি দিয়ে বাঁধা ছিল; লাশের মুখ এবং শরীরও ফুলে গেছে। ঘরের ভেতরে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তাকে গলা কেটে খুন করা হয়েছে বলে আমরা ধারণা করছি। লাশের গলা কাটা দেখা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সঠিক কারণ জানা যাবে। এই যুবকের সাথে যে দুই বন্ধু ছিল আমরা তাদের খুঁজছি। তাদের পাওয়া গেলে খুনের প্রকৃত রহস্য জানা যাবে। এই হত্যাকান্ডের ঘটনায় মামলা হবে।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। গতকাল সকালে তালা দেওয়া ঘরটির আশপাশের প্রতিবেশীরা পচা দুর্গন্ধ পান। তাদের সন্দেহ হলে তারা পুলিশকে এবং রেলের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ঘরের মালিক ছেনোয়ারা বেগমকে ফোনে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে ঘরের তালা ভেঙে ভেতরের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে।
বাড়িওয়ালা ছেনোয়ারা বেগম ওই কলোনির বাইরে থাকেন বলে স্থানীয় রফিক ও সাইফুল জানান। পুলিশ আরও জানায়, যে যুবকের লাশ তারা উদ্ধার করা করেছেন তার নাম জানা গেলেও তার গ্রামের বাড়ি, পিতা–মাতার পরিচয় এবং সে চট্টগ্রামে কেন এসেছেন, কি করতেন সেই বিষয়ে এখরও কিছুই জানা যায়নি। এদিকে পরিচয় শনাক্তে নিহত যুবকের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশের তদন্ত সংস্থা পিবিআই। যে ঘরে এই যুবক থাকতেন, সেই কলোনীর মালিক ছেনোয়ারা বেগম জানিয়েছেন তার নাম সালাউদ্দিন। গত ২২ জানুয়ারি তিন বন্ধুসহ মিলে থাকার জন্য বাসাটি ভাড়া নিয়েছিলেন সালাউদ্দিন। ছেনোয়ারা বেগম ঘর ভাড়া দেওয়ার সময় ওই যুবকদের জাতীয় পরিচয়পত্র নেননি। তবে ছেনোয়ারা বেগম জানান, তিনি জাতীয় পরিচয়পত্র চেয়েছিলেন। সালাউদ্দিন তার মোবাইল নম্বর দিয়েছেন এবং নাম জানিয়েছিলেন। পরিচয়পত্র পরে দেবেন বলেছিলেন; কিন্তু আর দেননি। ঘর থেকে লাশ উদ্ধারের সময় ছেনোয়ারা পুলিশকে জানান, তিন বন্ধুর মধ্যে তার কাছ থেকে সালাউদ্দিন ঘরটি ভাড়া নিয়েছিলেন। মাসে দুই হাজার টাকায়। তিনি শ্রমিকের কাজ করেন। সালাউদ্দিন বাসা নেওয়ার পর তার এক বন্ধু চলে যায়, তার জায়গায় নতুন একজন আসে বলে আমাকে জানিয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।