তারের নিচে বালুর স্তূপ, খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তারের নিচে রাখা পাহাড় সমান বালুর স্তূপে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এক শিশু। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের গুনগুনিয়া বেতাগী গ্রামের প্রজেক্ট গেইট বালুরটাল এলাকায় এই ঘটনা ঘটে। শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়া গুরুতর আহত শিশুটি বর্তমানে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আহত শিশুর নাম মাওয়া আক্তার (১৩)। সে উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ী এলাকার মোহাম্মদ আলমগীরের মেয়ে এবং মরিয়মনগর নুরুল উলুম কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওয়ার বাড়ি মরিয়মনগর হলেও সে গুনগুনিয়া বেতাগী নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিলো। বৃহস্পতিবার বিকালে সহপাঠীদের সাথে খেলার ছলে বালুর টালের উপরে উঠে। সেখানে বৈদ্যুতিক তারের বিদ্যুতায়িত হয়ে ছিটকে দূরে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করেন।

মাওয়ার মামা মো. নজু মেম্বার অভিযোগ করে বলেন, আমার ভাগনীর ৬০ শতাংশ শরীর পুড়ে গেছে। যে বালুর স্তূপটি বসানো হয়েছে সেটি বৈদ্যুতিক তারের নিচে। এটি নিয়ে এলাকাবাসী প্রথম থেকেই বিভিন্ন অভিযোগ করে আসছিলো। এরপরেও বৈদ্যুতিক তারের নিচে ঝুঁকিপূর্ণ এই বালুর স্তূপ সরানো হয়নি। অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় বালুর স্তূপ স্থাপন করায় এই দুর্ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধদিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক