তারের জঞ্জালে যান্ত্রিক শহর নগরীর ফুটপাতে দাঁড়িয়ে মুক্ত আকাশের দেখা মেলা ভার! নগরজুড়ে এই তারের জঞ্জালে তৈরি হচ্ছে দৃশ্যদূষণ। বিদ্যুতের খুঁটি তো যেন তারের স্বর্গরাজ্য। ডিস ক্যাবল, ইন্টারনেট কিংবা টেলিফোন লাইন– সব তারেরই দেখা মিলবে প্রতিটি খুঁটিতে। এছাড়াও নগরীর যত্রতত্রই ঝুলতে দেখা যায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার। ক্যাবলের ছড়াছড়িতে একদিকে যেমন চিরচেনা এই শহর হারাচ্ছে নিজের সৌন্দর্য, অপরদিকে বাড়ছে দুর্ঘটনা। চলতে–ফিরতে মাথার ওপর ঝুলে থাকা এসব তার চোখকে স্বস্তি দেয় না। অপরিকল্পিত সংযোগ, নিয়ন্ত্রণের অভাব, শহরের অপরিকল্পিত উন্নয়নের ফলে এসব সমস্যা পোহাতে হচ্ছে নগরবাসীদের। বিটিআরসি তারগুলোকে ভূগর্ভে নিয়ে যাওয়ার এনটিটিএন কে অনুমতি দিলেও হয়নি কোনো কার্যকর। আইএসপি ও কোয়াবের অসহযোগিতার কারণে বাস্তবায়িত হচ্ছে না এই উদ্যােগ। স্মার্ট সিটিতে রূপান্তর এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ফাইবার অ্যাট হোম নামে একটি সংস্থার সাথে চুক্তি করেছে, কিন্তু মিলছে না কোনো কার্যকরী পদক্ষেপ। দ্রুত স্থায়ী সমাধান চাই নগরবাসী।
মহিবুল হাসান রাফি
চট্টগ্রাম।