তারেককে শোকবার্তা পৌঁছে দিলেন পাকিস্তানের স্পিকার

| বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা পৌঁছে দিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। গতকাল বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সাথে দেখা করে তিনি এ বার্তা পৌঁছে দেন। বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। খবর বাসসরে।

এতে বলা হয়, গণতন্ত্রের মা, সাহস ও সংগ্রামের প্রতীক এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধতারেককে মোদীর চিঠি, নতুন সূচনার প্রত্যাশা
পরবর্তী নিবন্ধগণতান্ত্রিক উত্তরণের যাত্রা নতুন বছরে পূর্ণতা পাবে : প্রধান উপদেষ্টা