মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে সাবেক চসিক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের শোক সভা গত ৩১জানুয়ারী নগরীর দোস্ত বিল্ডিং এ অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন সেক্টর কমান্ডারর্স ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বিশেষ অতিথি ছিলেন চটগ্রাম জেলা পরিষদের সদস্য দিলোয়ারা ইউসুফ, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া।সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আব্দুল মালেক খান,এডভোকেট সাইফুন্নাহার খুশী,নুরুল হুদা চৌধুরী,আরিফ মঈনুদ্দিন, মো. কামাল উদ্দিন, রাজীব চন্দ,এডভোকেট মিলাদুল আমীন, নুরুল হোসেন মাসুদ,জাহাঙ্গীর আলম সুমন,মুস্তাফিজুর রহমান বিপ্লব,নবী হোসেন সালাউদ্দিন,ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না,নাসির আলী পান্না,এডভোকেট সৈকত দাশ,সোহেল ইকবাল,ইসমে আজিম আসিফ,শীলা চৌধুরী, ভাস্কর দেব,আবদুর রহিম,শামসুল আলম,হাছান মুরাদ, প্রমথ বড়ুয়া,খালেদুজ্জামান খালেদ,আচঁল চক্রবর্তী,সাজ্জাদ হোসেন,ফয়সাল আহমেদ,অহিদুল মওলা টুটুল,আবদুল কাদের,মোহাম্মদ জিকো,মরহুমের পরিবারের পক্ষে ছোট ভাই যুবলীগ নেতা তারেক নোমান ও ছেলে মোহাইমিন তারেক রাতুল । প্রধান অতিথি বলেন,তারেক সোলেমান সেলিম আমৃত্যু মেধা মননের আদর্শিক প্রগতিশীল রাজনীতিকে ধারণ করেছেন। একজন সুদক্ষ সংগঠক হিসেবে চট্টগ্রামের স্বৈরাচারবিরোধী ছাত্র গণ আন্দোলনসহ দুঃশাসন বিরোধী প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন অগ্রসেনানী।তাঁর মতো একজন নিবেদিত প্রাণ নেতার অকাল মৃত্যুতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শক্তির অপূরণীয় ক্ষতি সাধিত হলো।তিনি নতুন প্রজন্মের প্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণার উৎস হয়ে থাকবেন। প্রধান আলোচক বেদার বলেন,অসুস্থ রাজনীতির বিপরীতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে সততা নীতি আদর্শে বলিয়ান তারেক সোলেমান সেলিমের সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।