আশির দশকের ছাত্রনেতা ও আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত তারেক সোলায়মান সেলিমের পরিবারের সাথে দেখা করেছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার সকালে প্রয়াত কাউন্সিলরের বাসভবনে গিয়ে সমবেদনা প্রকাশ করেন তিনি।
সুজন বলেন, তারেক সোলেয়মান সেলিম স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে সবসময় এলাকাবাসীর পাশে ছিলেন তারেক সোলেয়মান সেলিম। তার অকাল মৃত্যুতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। এ সময় প্রয়াত তারেক সোলায়মান সেলিমের স্ত্রী, পুত্র ও কন্যাসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক শওকত হোসাইন, কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম মাসুম, তারেক ইমতিয়াজ, তারেক ইফতেখার, অনির্বাণ দাশ, নাছির উদ্দিন, রফিকুল মান্নান জুয়েল, রিপন কিশোর রায়, লিটন শীল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে চসিক প্রশাসক প্রয়াতের কবর জেয়ারত করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।