তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবি

| বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূরের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও পেশাজীবী নেতা জাহিদুল করিম কচি।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মহিউদ্দিন আজম খান, আতিকুর রহমান, ইকবাল হোসেন, হাজী আবদুর রহিম, শফিকুর রহমান, মো. আলাউদ্দিন মিয়া, মনিরুজ্জামান টিটু, হান্নান রহিম তালুকদার, মো. আবদুল সাত্তার, জান্নাতুন নঈম চৌধুরী রিকু, এডভোকেট ফরিদা আক্তার, কামরুন নেসা, ডাক্তার আবদুল্লাহ, মো. মুছা, ডাক্তার মানিক, পারভিন আক্তার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শের মূলমন্ত্র হলো গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং মানবিক দেশ গড়া। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাসযোগ্য দেশ বিনির্মানের লক্ষ্যে অবিচল রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারই একমাত্র উপায়। সে পথেই বিএনপি অগ্রসর হচ্ছে।

সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান বিএনপি নেতা আলমগীর নূর বলেন, বিএনপিই সবার আগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে ইতোপূর্বে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই এ দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে।

বক্তারা আরও বলেন, সকল দলমতের ভিত্তিতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বেই একটি গণতান্ত্রিক ও সুশাসিত বাংলাদেশ তোলা সম্ভব। তারেক রহমানের বিরুদ্ধে পলাতক স্বৈরাচারে দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা অবিলম্বে প্রত্যাহার করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে
পরবর্তী নিবন্ধপ্রশিক্ষিত কর্মী বাহিনী দলের বড় সম্পদ