তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালালে পিটিয়ে বিদায় করা হবে : মীর হেলাল

কর্ণফুলীতে দক্ষিণ জেলা বিএনপির মৌন মিছিল

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৯:৪১ অপরাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন- সংগ্রামের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণভোমরা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালালে পিটিয়ে বিদায় করা হবে।

২৪ এর জুলাই-আগস্টের শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকেলে কর্ণফুলীর ক্রসিং এলাকায় দক্ষিণ জেলা বিএনপির মৌন মিছিলের পূর্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব লায়ন মো. হেলালের সঞ্চলনায় এতে জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, আজকে লক্ষাধিক লোকের সমাবেশ প্রমাণ করে নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির প্রাণচঞ্চল ফিরে এসেছে। অথচ একটি দল আছে মিছিল করলে ৩০ জেলা থেকে লোক আনে। যারা ৭১ সালে ষড়যন্ত্র করেছে তারাই ২৫ সালে এসে ষড়যন্ত্র করতেছে।

তিনি আরও বলেন, গুপ্ত দলের নেতারা দেশ- বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণ জানে কারা এই অবৈধ শক্তি, কারা এই অপ্রচারের পেছনে কাজ করছে। তাদের এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত। আহ্বান জানাবো- সত্যের পথে আসুন, অন্যায়ের পথ পরিহার করুন। অন্যথায় এই অগণতান্ত্রিক অপশক্তি ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

সমাবেশ শেষে এক মৌন মিছিল ক্রসিং ফায়ার সার্ভিস এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মইজ্জ্যারটেক মোড়ে গিয়ে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে মসজিদ উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্টে খতিবের মৃত্যু
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার