বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন পালন করল চট্টগ্রাম–৫ হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসন বিএনপি। এই উপলক্ষে দুটি বায়েজিদ ও হাটহাজারীতে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ, এতিম ও দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
গতকাল নগরীর বায়েজিদ এলাকায় কাঁঠাল বাগানস্থ আজম নগরে প্রথম মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি‘র কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ক্যাম্পের উদ্বোধন করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, দেশের সাধারণ মানুষ আগামীতে যে নুতন সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে, দেশনায়ক তারেক রহমানের ভিশনারী নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়িত হবে। আগামী নির্বাচনে ধানের শীষ ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। মীর হেলাল বলেন, মানুষের সকল মৌলিক চাহিদা পুরণ করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে দেশে তারেক রহমানের বিকল্প কোন নেতৃত্ব নেই।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহেদ, আবদুল্লাহ আল হারুন, এস এম আবুল ফয়েজ, আবু মুছা, মোহাম্মদ বেলাল, জাফর আহমেদ খোকন, আবদুল করিম, মকবুল হোসন অরুপ বডুয়া, কামরুল ইসলাম, আলতাফ হোসেন, আবু সুফিয়ান সুমন প্রমুখ। বিকেলে মীর হেলাল হাটহাজারী পৌর সদরে মীরের হাট এলাকায় আরেকটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। সেখানে অর্ধশত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কয়েক শত নারী–পুরুষ,শিশু কিশোর ফ্রী ঔষধ সামগ্রীসহ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় স্থানীয় মাদ্রাসায় এতীম দুঃস্থ শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।এই উপলক্ষে আগত এলাকাবাসীর উদ্দেশ্যে মীর হেলাল বলেন,আজকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়া চিকিৎসা সেবা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আপনাদের জন্য উপহার। আগামীতে তারেক রহমান জাতিকে সমৃদ্ধ বাংলাদেশের পথ দেখাবে। এসময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, রফিকুল আলম, আইয়ুব খান, অহিদুল আলম, আবদুস শুক্কুর মেম্বার, আব্দুল মান্নান, অ্যাডভোকেট মো. রিয়াদ উদ্দিন, হাবিবুর রহমান, শাখাওয়াত হোসেন শিমুল, মনিরুল আলম জনি, কাজী সাইফুল ইসলাম টুটুল তকিবুল হাসান চৌধুরী তকি, সরওয়ার হোসেন রুবেল, পারভীন চৌধুরী, নুরুল কবির, জি এম সাইফুল, আরেফিন সাইফুল, আবু বক্কর সিদ্দীকি সোহেল, শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












