তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে আসছেন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন জাহিদ হোসেন

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দিতে শিগগিরই দেশে ফিরবেন তাদের নেতা তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জাহিদ হোসেন বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, সকল মানুষের নেতা জনাব তারেক রহমান। আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে, কয়েক সপ্তাহ বলেছিলাম। ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া শুধু নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, তার নেতৃত্ব দেবেন। খবর বিডিনিউজের।

২০০৭০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছিল তারেক রহমানকে। মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য ২০০৮ সালে তিনি লন্ডনে চলে যান। তারপর থেকে পরিবার নিয়ে সেখানেই আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত দেড় দশকে আওয়ামী লীগের শাসনামলে তিনি দেশে আসেননি। এ সময়ে বিভিন্ন মামলা ও বিচারের মুখোমুখি হতে হয়েছে তাকে। শেখ হাসিনা সরকার পতনের পর তার দেশে আসার পথ খুললেও তিনি আসেননি। লন্ডন থেকেই দলের কার্যক্রম পরিচালনা করছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে সব মামলায় খালাস পেয়েছেন তারেক। তবে তিনি কবে ফিরবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো দিন তারিখ বলতে পারছেন না বিএনপি নেতারা।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা সাবির শাহ্‌র বাংলাদেশ ত্যাগ
পরবর্তী নিবন্ধবিপ্লব উদ্যানকে গড়ে তোলা হবে রমনা পার্কের আদলে : মেয়র