তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের ৯ এপ্রিল

| বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের ‘অবৈধ’ সম্পদের মামলায় অভিযোগ গঠনের অধিকতর শুনানি হবে ৯ এপ্রিল।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ছিল গতকাল বুধবার। পলাতক তারেকজোবায়দার পক্ষে আইনজীবী নিয়োগ হবে কি না, এদিন সে বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে বিচারক মো. আছাদুজ্জামান এ বিষয় অধিকতর শুনানি ও মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী দিন ঠিক করে দেন। খবর বিডিনিউজের।

এ বিষয়ে দুদকের আইনজীবী পিপি মীর আহম্মেদ আলী সালাম জানান, আসামি পক্ষে মাসুদ আহম্মেদ তালুকদারসহ প্রায় শতাধিক আইনজীবী এদিন সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত (ডিএলআর) দেখিয়ে তারেক ও জোবায়দা রহমানের জন্য আইনজীবী নিয়োগের আবেদন করেন। শুনানিতে সালাম আদালতকে বলেন, ওই অনুচ্ছেদে ‘সবার আইনি সহযোগিতা’ পাওয়ার অধিকারের কথা থাকলেও পলাতক আসামির বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এ সময় তিনিও উচ্চ আদালতের কয়েকটি সিদ্ধান্তের কথা আদালতে তুলে ধরেন। এরপর আদালত শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। আসামিরা পলাতক থাকায় একই বিচারক গত ১৯ জানুয়ারি তাদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশের আদেশ দিয়েছিলেন। ওই দিন তাদের সম্পত্তি ক্রোকের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্যও ধার্য ছিল। ক্যান্টনমেন্ট থানার ওসি আদালতে জানিয়েছিলেন, ক্রোক করার মত কোনো মালামাল তিনি পাননি।

পূর্ববর্তী নিবন্ধপোমরা দাশ পাড়ায় বাসন্তী উৎসব
পরবর্তী নিবন্ধদেশে বেকার কমে এখন ২৬ লাখ ৩০ হাজার