দেড় যুগ ধরে যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা আলোচনার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এখনো তিনি ট্রাভেল পাসই চাননি। গতকাল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে। তখন সাংবাদিক জানতে চান, এখনো চান নাই? উত্তরে উপদেষ্টা বলেন, আমার জানা মতে এখনো চান নাই।
আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিশেষভাবে যাদের জন্য দরকার, তাদের নিরাপত্তা দিতে সরকার প্রস্তুত আছে। দেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। খবর বিডিনিউজের।
বিশেষভাবে যাদের নিরাপত্তা দরকার, সরকার দিতে প্রস্তুত : দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিশেষভাবে যাদের জন্য দরকার, তাদের নিরাপত্তা দিতে সরকার প্রস্তুত আছে। দেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলেও দাবি করেন তিনি।
গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই দাবি করেন। বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। নিরাপত্তা নিয়ে আমরা সবার জন্যই প্রস্তুত আছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে। বিশেষভাবে যাদের জন্য দরকার, বিশেষ, তাদের জন্য যেটা দেওয়া দরকার, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। এ সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, সবার জন্য একটা স্ট্যাটাস থাকে, ওরকম একটা।
খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণায় সরকারের ১৫ মাস দেরি হলো কেন? জবাবে তিনি বলেন, সেটার ক্ষেত্রে আমি কিছু বলতে পারব না, এক্ষেত্রে যাদের ওটা দেওয়ার, তারাই বলতে পারবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে কতগুলি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে, কতগুলি ঝুঁকিপূর্ণ না, এগুলো দেখে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে ঝুঁকিপূর্ণ নির্বাচনি আসনও বদলাতে থাকে।
বিভিন্ন মাধ্যমে ফোনে আঁড়ি পাতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সংস্থা অথরাইজড তারা আঁড়ি পাতবে, যারা অথরাইজড না তারা আঁড়ি পাতবে না।
পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এক পোস্টের বিষয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখছে। অনেক ভলিউম, সবটা পড়া হয়নি। পড়া হলে উনাদের যে রিকোমেন্ডেশন সেগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ভালো ভালো রিকোমেন্ডেশন আছে, যেহেতু পুরোটা পড়িনি সেহেতু এখন পুরোপুরি বলতে পারব না।












