আগামীকাল শনিবার অনুষ্ঠেয় তারুণ্যের সমাবেশস্থল নগরের পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনে গিয়ে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, কয়েক লক্ষ লোকের সমাগম ঘটবে সমাবেশে।
সমাবেশস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।