তারুণ্যের উৎসব উপলক্ষে উঠান বৈঠক

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগী তরুণতরুণীদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি শহর সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের আয়োজনে নগরীর ১০নং উত্তর কাট্টলীস্থ কর্ণেলহাট খলিলুর রহমান দফাদার বাড়ির উঠানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উপপরিচালক মোঃ ফরিদুল আলম। এতে আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন, সমন্বয় পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, রিয়াজুল ইসলাম ভুট্টো, মো. আলাউদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারীপুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরণ, পরিষ্কারপরিচ্ছন্নতা, জুলাই বিপ্লব ২০২৪ এবং উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ বিষয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সুমন কান্তি শর্মা, রুবি আকতার, রুপনা মজুমদার, মো. রবিউল্লাহ ও মো. তারেক হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান