তারুণ্যের উচ্ছ্বাস আয়োজিত ‘চট্টগ্রাম কবিতার শহর’ শিরোনামের কবিতা উৎসব পরবর্তী উৎসব পুনর্মিলনী গত ১৪ নভেম্বর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম লেকচার হলে অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন চিটাগং জুট ম্যানুফ্যাকচার কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার সাহাবুদ্দীন আহমেদ। অনুষ্ঠানে গান, কবিতা, আড্ডা ও উৎসব পর্যালোচনায় অংশ নেন তারুণ্যের উচ্ছ্বাস ছোট ও বড়দের বিভাগের সদস্যরা এবং সুহৃদবৃন্দ। তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও আবৃত্তিশিল্পী কারিশমা কবির ঐশীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সজল চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম সভাপতি ফারুক তাহের, কবি ও প্রকাশক মনিরুল মনির প্রমুখ। অতিথিরা সংগঠনের সদস্যদের হাতে উৎসব প্রণোদনা এবং স্বীকৃতি স্মারক তুলে দেন। নৃত্য পরিবেশন করেন অরুন্ধতী চৌধুরী।
সংগীত পরিবেশন করেন আনিকা চৌধুরী, সেজুতি দে, অনামিকা দাশ, স্বপ্নিল বড়ুয়া, পুনম নাথ, মুফরাত হোসেন, দেবজিত বিশ্বাস, উপল বণিক, শ্রীনন্দা মিশেল। আবৃত্তি করেন শ্রাবণী দাশগুপ্তা, মৌসুমী দে, সূর্যকান্ত দাশ, কাজী আকসা নাজাকাত, সুভদ্রা গুপ্ত, রোদ্দুর তলাপাত্র, প্রযুক্তি দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











