বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের পরিচালনায় নিয়মিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩০তম আবর্তনের নবীনবরণ গতকাল ১ মার্চ নগরীর আন্দরকিল্লাস্থ তারুণ্যের উচ্ছ্বাস সম্মিলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় কর্মশালার উদ্বোধন করেন সংগীতজ্ঞ ও প্রশিক্ষক নূর নবী মিরণ।
সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সহসভাপতি বনকুসুম বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তলাপাত্র এবং তারুণ্যের উচ্ছ্বাস সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শ্রাবণী দাশগুপ্তা। উদ্বোধনী আয়োজনে অতিথিরা বলেন, শুদ্ধ ও সুন্দরভাবে বাংলায় কথা বলার চর্চা দিন দিন বাড়ছে। মানুষ এ ব্যাপারে সচেতন হচ্ছে এটি ইতিবাচক। সমাজে এ সচেতনতা তৈরিতে তারুণ্যের উচ্ছ্বাসের মতো আবৃত্তি সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবশেষ অতিথিরা কর্মশালা উপকরণ দিয়ে নবীণ প্রশিক্ষণার্থীদের বরণ করেন নেন। প্রেস বিজ্ঞপ্তি।