তার গানেই শুরু হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

| সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

গাজী মাজহারুল আনোয়ারের লেখা অজস্র কালজয়ী গানের মধ্যে অন্যতম ‘জয় বাংলা, বাংলার জয়’। একটি দেশাত্ববোধক ও জাগরণমূলক গান এটি। ১৯৭০ সালের মার্চে গাজী মাজহারুল আনোয়ার এই গানটি রচনা করেন। তৎকালীন সাড়ে সাত কোটি বাঙালির বঞ্চনা-দুর্দশা আর স্বপ্ন-আকাঙ্‌ক্ষাকে ছন্দময় করে গানটি রচনা করেছিলেন তিনি। গানটি মুক্তিযুদ্ধের সময় বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল। খবর বাংলানিউজের।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সংগীত হিসেবে নিয়মিত প্রচার করা হতো ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি। ১৯৭১ সালের ২২ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশে ঢাকা থেকে সমপ্রচার শুরু করে বাংলাদেশ বেতার, যা রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও দেশবাসীর মনোবলকে উদ্দীপ্ত করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল। যুদ্ধের সময়ে প্রতিদিন মানুষ অধীর আগ্রহে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করত। সেই সময়ে ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি সূচনা সঙ্গীত হিসাবে প্রচারিত হতো।

পূর্ববর্তী নিবন্ধআমাদের একটি সূর্য নিভে গেল: মনির খান
পরবর্তী নিবন্ধএত বড় শোক নেওয়া ভীষণ কষ্টকর: কুমার বিশ্বজিৎ