তায়েফে অনুশীলন শুরু বাংলাদেশ দলের

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

লম্বা ভ্রমণ শেষে গতকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় সৌদি আরবের তায়েফে পৌছেছে বাংলাদেশ ফুটবল দল। গত বুধবার দুপুরে বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলেন জামালরা।

গতকাল ভোরে হোটেলে উঠেছেন তারা। তায়েফে বাংলাদেশ সময় রাত ৯টায় প্রথম অনুশীলন করে বাংলাদেশ ফুটবল দল। ২৫ মার্চ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল সৌদি আরবে ক্যাম্প করছে। তায়েফ থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন কন্টিনজেন্টের সবাই ভালো ও সুস্থ রয়েছেন। ঢাকায় অনুশীলন করা ২৮ ফুটবলারের মধ্যে ২৭ ফুটবলার তায়েফ পৌঁছেছেন। ডিফেন্ডার রহমত মিয়ার ভিসা বিলম্ব হওয়ায় তিনি কাল দলের সঙ্গে যেতে পারেননি। আজ দুপুরে তিনি আরেক ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে রওনা হবেন। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইতালি থেকে তায়েফে যোগদান করবেন দুই দিন পর। অন্যদিকে সৌদি থেকে ১৭ মার্চ রাতে ঢাকা আসবেন জামালরা। ঐ দিন সকালে ইংল্যান্ড থেকে সিলেটে আসার সূচি রয়েছে হামজা চৌধুরীর। নিজ জেলা হবিগঞ্জে ১৭ মার্চ থেকে পরের দিন ঢাকায় জামাল ভুঁইয়াদের সঙ্গে ক্যাম্প যোগ দেয়ার কথা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারের। তায়েফে অনুশীলনের পাশাপাশি একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার। সুদানের সঙ্গে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে এরপর সৌদির কোনো ক্লাব ও অন্য কোনো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে ফেডারেশন।

পূর্ববর্তী নিবন্ধভারতের বাড়তি সুবিধা থাকলেও ফাইনাল জিততে প্রস্তুত বলে জানালেন উইলিয়ামসন
পরবর্তী নিবন্ধ২০টি পেইনকিলার নিয়ে ম্যাচ খেলেন মুশফিক জানালেন স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি