গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১২০তম ‘মহান ১০ মাঘ উরস শরিফ’ উপলক্ষে তাযকেরা–এ–চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল মাইজভাণ্ডার শরিফ শাহী ময়দানে আজ শনিার বা’দ আসর অনুষ্ঠিত হবে। গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় সদারত করবেন দরবারে গাউসুল আযম মাইজভান্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.জি.আ.)। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।










