বলিউডে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন তামিল মহাকাব্যিক সিনেমা ‘পন্নিইন সেলভান’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটি নির্মাণ করছেন খ্যাতনামা নির্মাতা মণি রত্নম। এবার জানা গেল সিনেমাটি মুক্তির সময়। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আসছে বছর অর্থাৎ ২০২২ সালের গ্রীষ্মে মুক্তি পাবে সিনেমাটির প্রথম পর্ব! গত রোববার ইনস্টাগ্রামে সিনেমার একটি নতুন পোস্টার শেয়ার করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানেই আসছে বছর সিনেমাটির মুক্তির ইঙ্গিত দেন অভিনেত্রী। গেল সপ্তাহের শুরুতেই তামিলনাড়ুর পোল্লাচিতে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হয়। এরপর শুক্রবার কয়েকটি প্যাচওয়ার্ক দৃশ্যের মধ্যদিয়ে শেষ হয় ‘পন্নিইন সেলভান’ সিনেমার শুটিং। খবর বাংলানিউজের।