আত্মহত্যা করেছেন তামিল প্রতিভাবান অভিনেতা ইন্দ্র কুমার। গত বৃহস্পতিবার চেন্নাইয়ে বন্ধুর বাসার সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ইন্দ্র। ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পুলিশ জানায় ‘১৭ই ফেব্রুয়ারি চেন্নাইয়ের এক বন্ধুর বাসায় ঘুরতে আসেন ইন্দ্র। একসঙ্গে সিনেমা দেখে নিজ ঘরে ঘুমাতেও যান তিনি। তবে পরদিন সকালে তাকে ঘর থেকে বের হতে না দেখে আতঙ্কিত হয়ে পড়েন বন্ধুর বাসার সবাই। ঘর থেকে কোন সাড়া শব্দ না পেলে, দরজা ভেঙে ঘরে ঢোকেন তারা। সেখানেই ফ্যানের সঙ্গে দেখা মিলে ইন্দ্রের নিথর দেহের। ঘটনাটি নিয়ে আমরা অনুসন্ধান শুরু করেছি।
আশা করছি খুব দ্রুতই কিছু জানাতে পারব।’ ইন্দ্রর পরিচিতজনদের মতে, সে বেশ কিছু পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সাথে ক্যরিয়ার নিয়েও নানা দুশ্চিন্তায় ছিলেন তিনি। তার স্ত্রী এবং একজন পুত্র সন্তান রয়েছে।