তামিমের দলকেও হারাল চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১১:১০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রীতিমত উড়ছে চট্টগ্রাম। প্রথম দুই ম্যাচে ঢাকা এবং খুলনাকে উড়িয়ে দেওয়ার পর এবার তামিমের বরিশালকেও হারিয়ে দিয়েছে চট্টগ্রাম। গতকাল তামিমদের ১০ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল চট্টগ্রাম। প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম ২০ ওভারে ১৫১ রান সংগ্রহ করে । জবাবে বরিশাল ১৪১ রান করতে সক্ষম হয়। টস হেরে ব্যাট করতে নামা চট্টগ্রাম শুরুতেই সৌম্য সরকারকে হারায়। তবে লিটন দাশ চেষ্টা করছিলেন দলকে এগিয়ে নিতে। যদিও খুব বড় ইনিংস খেলতে পারেনি এই ওপেনার। আউট হয়েছেন ২৫ বলে ৩৫ রান করে। চট্টগ্রামের পরের ব্যাটসম্যানরাও বড় ইনিংস খেলতে পারেনি। তারপরও ১৫১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অন্যান্যের মধ্যে অধিনায়ক মিঠুন ১৭, শামসুর রহমান ২৬, মোসাদ্দেক হোসেন ২৮ এবং সৈকত আলী করেন ২৭ রান। বরিশালের পক্ষে আবু জায়েদ রাহি নিয়েছেন ২টি উইকেট।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের শুরুটা ভালই করেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। যদিও ১৩ রান করে ফিরেন মেহেদী হাসান মিরাজ। তবে তামিম টেনে নিয়ে যাচ্ছিলেন দলকে। কিন্তু দলীয় ৬৭ রানের মাথায় ৩২ বলে ৩২ রান করে ফিরেন তামিম। এরপর বরিশালের ব্যাটসম্যানদের পড়তে হয় চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে। বিশেষ করে দুই পেসার মোস্তাফিজ এবং শরীফুল সুবিধা করতে দেয়নি বরিশালের ব্যাটসম্যানদের। ফলে ১৪১ রানে থামে বরিশালের ইনিংস। দলের পক্ষে অন্যান্যের মধ্যে পারভেজ ১১, আফিফ ২৪, হৃদয় ১৭, মাহিদুল ১০ এবং সুমন অপরাজিত থাকেন ১৫ রান করে। চট্টগ্রামের দুই বাঁহাতি পেসার মোস্তফিজ ও শরিফুল নিয়েছেন ৩টি করে উইকেট। যার জন্য মোস্তাফিজ খরচ করে ২৩ রান আর শরীফুল খরচ করে ২৭ রান। ম্যান অব দা ম্যাচ হয়েছেন চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম। তামিমের বরিশাল তিন ম্যাচের একটিতে জিতেছে আর হেনেছে দুটি ম্যাচে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্রোপচার করাতে হবে মোমিনুলকে
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত, পালাচ্ছে অধিবাসীরা