বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করছে ঢাকা। শুরুটা ভাল করতে না পারলেও তামিম এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। কিন্তু আগের ম্যাচে সেঞ্চুরি করা তামিম এ ম্যাচে পারলেননা বড় ইনিংস খেলতে।
৩৫ বলে ৪৬ রান করে ফিরেন তামিম। ৪ রানের জণ্য সেঞ্চুর মিস করলেন তিনি। এর আগে ফিরেছেন শাহজাদ ৬, ইমরান ১৫ রান করে। ১১ ওভার শেষে ঢাকার সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান।