তামিমদের হারিয়ে টানা তৃতীয় জয় চায় চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১০:৫২ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চট্টগ্রাম দলে নেই চট্টগ্রামের কোন ক্রিকেটার। তামিম-ইরফান খেলছেন বরিশালের পক্ষে। রাব্বি-নাঈম খেলছেন ঢাকার পক্ষে। নিজেদের প্রথম ম্যাচে নাঈম-রাব্বিদের ঢাকাকে উড়িয়ে দিয়ে শুরু করেছে চট্টগ্রাম। পরের ম্যাচেও অবশ্য শক্তিশালী খুলনাকেও দাঁড়াতে দেয়নি চট্টগ্রাম। উড়তে থাকা চট্টগ্রামের সামনে আজ তামিম-ইরফানদের বরিশাল। আজকের ম্যাচেও একই চেহারায় দেখা দিতে চায় চট্টগ্রাম। প্রথম দুই ম্যাচেই চট্টগ্রামের জয় ৯ উইকেটের। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের উড়িয়ে দেওয়ার পর বোলারদেরও তুলোধুনো করেছে চট্টগ্রামের ব্যাটসম্যানরা। আজ তৃতীয় ম্যাচে বরিশালকেও একই অভিজ্ঞতা উপহার দিতে চায় চট্টগ্রাম।
দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম জানালেন এই ম্যাচেও তাদের খেলার ধরণে কোন পরিবর্তন হবে না। এই ম্যাচেও বড় জয়ের আশা এই স্পিনারের। এটা হবে কি হবে না এটা বলা খুব কঠিন। কিন্তু আমাদের দলের এখন যে আত্মবিশ্বাস বেশ ভাল। যেভাবে শুরু করেছি সেভাবে শেষও করতে চাই। তবে সবকিছু যে আমাদের চাওয়া মতে হবে তা কিন্তু না। কারন সবকটা দলই বেশ ভাল। সবাই যার যার মত চেষ্টা করবে। চট্টগ্রাম টানা দুই ম্যাচ জিতলেও তামিমের দল বরিশাল হেরেছে এক ম্যাচে। প্রথম ম্যাচে খুলনার কাছে অপ্রত্যাশিত হারের পর রাজশাহীর বিপক্ষে জিতেছে গত শনিবার। যদিও বরিশালের অল রাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানান, ক্রিকেট খেলায় সবকিছুই হতে পারে। চট্টগ্রাম ভালো ক্রিকেট খেলছে। অপরদিকে আমরা যে প্রক্রিয়ায় আছি, সেভাবে যদি খেলতে থাকি অবশ্যই অনেক কিছুই হতে পারে। আর ক্রিকেট খেলায় ভালো টিমও হেরে যেতে পারে আবার জেতা ম্যাচও হেরে যায় হারা ম্যাচও জিতে যায়। দিনশেষে যারা মাঠে ভালো খেলবে তারাই জিতবে। এদিকে নিজেদের তৃতীয় ম্যাচের আগে বেশ বড়সড় ধাক্কাই খেয়েছে চট্টগ্রাম। টুর্নামেন্টে তারা আর পাবে না মোমিনুলকে। কারন ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে এই ব্যাটসম্যানের। তারপরও জয়ের আশা চট্টগ্রামের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ মোমিনুলের
পরবর্তী নিবন্ধমাওবাদী হামলায় সিআরপিএফ কমান্ডার নিহত