তামিমকে পরামর্শক বদলাতে বললেন আসিফ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:৩০ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মনোনয়নপত্র জমা দিয়েও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে একই সময় চট্টগ্রাম বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় গায়ক আসিফ আকবর। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় আসিফের পথ সুগম হয়। তামিম ও বিসিবি নির্বাচন প্রসঙ্গে আসিফ বলেন, নির্বাচন একটা যুদ্ধ। এটা কোনো মামার বাড়ির আবদার নয়। ঘরে বসে কেউ সভাপতি হতে পারে না। তামিমের সামনে আদালতে যাওয়ার বা আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল। তাই বর্জনের কোনো যৌক্তিকতা দেখি না। তিনি বলেন যাদের কথায় তামিম বারবার সিদ্ধান্ত বদলায়, তামিমের উচিত তার পরামর্শদাতাদের বদলানো। এর আগে বিসিবি নির্বাচন প্রসঙ্গে আসিফ আরও বলেন তামিম ইকবাল আমাদের দেশের সেরা ওপেনার। নির্বাচনে না আসাটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে যদি তামিম ও তার দল নির্বাচনে অংশ নিয়ে পরে বলত যে প্রক্রিয়ায় সমস্যা আছে তখন সেটা আমরা বুঝতাম। কিন্তু তারা আগেভাগে সরে যাওয়ায় বিষয়টা একপাক্ষিক হয়ে গেল। আমি এখানে কোনো প্রভাব বা ইনফ্লুয়েন্স দেখি না। এটা কেবল বোঝার ভুল। ভবিষ্যতে তামিমের প্রশাসনিক ভূমিকায় আসার সম্ভাবনা নিয়েও আশাবাদী আসিফ। তিনি বলেন তামিমের বয়স এখনো বেশি না। সামনে বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান রাখার সুযোগ আছে। কাদা ছোড়াছুড়ি নয়, আমরা চাই তামিমের ইতিবাচক ইমেজ আরও শক্ত হোক।

পূর্ববর্তী নিবন্ধনারী ওয়ানডে বিশ্বকাপে আজ ইংল্যান্ডের সামনে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবিসিবি নির্বাচনে ভোট দেননি তামিম