তামিম ইকবালের সেঞ্চুরিতে মোহামেডানের দাপুটে জয়

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে রানের ছড়াছড়ি। গন্ডায় গন্ডায় সেঞ্চুরি হচ্ছে। গতকাল রোববার শেরে বাংলায় সাদা বলে ক্যারিয়ারসেরা ও সর্বোচ্চ রানের (১৭৬) রেকর্ড গড়েছেন বাঁহাতি ওপেনার নাইম শেখ। পাশাপাশি এক ঝাঁক তরুণও শতরানের কৃতিত্ব দেখিয়েছেন। তৃতীয় পর্বে সেই শতরানকারীদের তালিকায় নাম লিখালেন তামিম ইকবালও। তিন ফরম্যাটে দেশসেরা ওপেনার তামিম এবার মোহামেডানেরও সেনাপতি। তবে সাদাকালোদের প্রথম দুই ম্যাচে রান পাননি। গতকাল রোববার তৃতীয় ম্যাচে এসে পুষিয়ে দিয়েছেন সেই ঘাটতি। বিকেএসপি ৪ নম্বর মাঠে আগে ব্যাট করে ৪৬.৩ ওভারে ২১৮ রান করে গুটিয়ে যায় পারটেঙ স্পোর্টিং ক্লাব। জবাবে তামিমের ব্যাট থেকে আসা ১২৫ রানের (১১২ বলে) হার না মানা ইনিংসের ওপর ভর করে ৭ উইকেটের সহজ জয় পায় মোহামেডান। ৫টি বিশাল ছক্কা ও ১১ বাউন্ডারিতে ইনিংস সাজান তামিম।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেই ভালো হয়নি মোহামেডানের। রান খরায় ভুগতে থাকা রনি তালুকদার ৯ রান করে ফিরেন। আর আগের ম্যাচে ৮১ রানের হার না মানা ইনিংস গড়ে ম্যাচ সেরা হওয়া মাহিদুল ইসলাম অংকন ৩২ বলে ৬ রান করে ফিরেন সাজঘরে । ৩৫ রানে ২ উইকেট হারানোর পর দুই জুটিতে ম্যাচ জেতে মোহামেডান। দুটিতেই একদিকে অবিচল ছিলেন তামিম। তৃতীয় উইকেটে তামিমকে সঙ্গ দেন আগের ম্যাচে হার না মানা অপরাজিত ৭৪ উপহার দেওয়া তাওহিদ হৃদয় । গতকাল তিনি করেন ৪৩ বলে ৩৭ রান। এ জুটি থেকে আসে ৬৮ রান। হৃদয় আউট হওয়ার পর তামিমের সঙ্গে জুটি বাঁধেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তামিম ও মুশফিক মিলে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১২২ রান তুলে দিলে ৫৮ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। মুশফিক অপরাজিত থাকেন ৪৪ বলে ৩৫ রান করে। এরআগে প্রথমে ব্যাট করতে নেমে পারটেক্স স্পোর্টস ক্লাব ৪৬.৩ ওভারে ২১৮ রান করে অল আউট হয়। দলের পক্ষে জয়রাজ শেখ ৩৮, রুবেল মিয়া ২৪, আদিল ১৭, আহরার আমিন ৭৮, জাওয়াদ রোয়েন ৪২ রান করেন। মোহামেডানের পক্ষে তাইজুল ৫০ রানে নিয়েছেন ৪ উইকেট। আরেক স্পিনার নাসুম আহমেদ ৪২ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া সাইফউদ্দীন ৩২ রানে ২ উইকেট এবং আবু হায়দার রনি ৪৩ রানে নেন এক উইকেট।

পূর্ববর্তী নিবন্ধনারী ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন নিগারের শেলটেক একাডেমি
পরবর্তী নিবন্ধজাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা শুরু