তামিম ইকবালের সাথে কোয়াব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) চট্টগ্রাম’র নেতৃবৃন্দ। গত শনিবার রাতে নগরীর একটি হোটেলে কোয়াব, চট্টগ্রামের নেতৃবৃন্দরা এ সাক্ষাৎ করেন। এই সময় কোয়াব নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলার সভাপতি তামিম ইকবালকে ফুলেল শুভেচ্ছা জানান।

উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্যে তামিম ইকবাল বলেন, ‘কোয়াব’ চট্টগ্রাম অঞ্চলের খেলোয়াড়দের ন্যায্য ও যৌক্তিক অধিকার আদায়ে কাজ করবে। খেলোয়াড়দের রুটিরুজির সংস্থান ও চট্টগ্রামের ক্রিকেট লিগের নিয়মিত আয়োজনে কোয়াব, খুব শীঘ্রই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে দেখা করবে।

পূর্ববর্তী নিবন্ধসিসিএ ৫ম বর্ষপূর্তি ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা সম্পন্ন
পরবর্তী নিবন্ধবিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে ঢাকা ক্যাপিটালস এর খেলোয়াড়রা