তামাকুমন্ডি লেইন বণিক সমিতি আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল মাঠে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ৩১ নং আলকরন ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বনিক সমিতির উপদেষ্টা আবদুল মোতালেব চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাধারন সম্পাদক আহমদ কবির দুলাল। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক ছাদেক হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনফুল এন্ড কোং এর চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, মাওলানা মাহমুদুল হক, জামাল আহমদ, মোহাম্মদ ইকবাল শরীফ, জসিম উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন,্ব হারুন অর রশিদ, মোহাম্মদ আব্দুর রহিম, ছৈয়দ নূর, মোহাম্মদ সেলিম উল্লাহ, মাহমুদুল হক চৌধুরী এবং মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেব। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নূপুর মার্কেট একাদশ এবং রিজোয়ান কমপ্লেক্স একাদশ ।












