তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত ২৯ নভেম্বর নগরীর স্টেশন রোডস্থ পর্যটক মোটেল সৈকতে অনুষ্ঠিত হয়।
তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান হিসেবে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান উপদেষ্টা সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। শপথ অনুষ্ঠান শেষে ২য় অধিবেশন অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি আবু তালেব। নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল ও যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা আবদুল মোতালেব চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সভাপতি সালেহ আহমদ সোলেমান, মাওলানা মামুদুল হক, জামাল আহমদ, ইকবাল শরীফ, মো. ইসমাঈল, মো. সেলিম উল্লাহ, হারুনুর রশীদ, টেরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সিনিয়র সহসভাপতি সরওয়ার কামাল, নবনির্বাচিত প্রচার সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।