‘তাফসিরে রূহুল কোরআন’ ও ‘কাশফুল মাহজুব’ কিতাবের মোড়ক উন্মোচন

| শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৯:২২ পূর্বাহ্ণ

নগরীতে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দুটো কিতাবের মোড়ক উন্মোচন করা হয়েছে। কিতাব দুটো হলো ‘তাফসিরে রূহুল কোরআন’ আর ‘কাশফুল মাহজুব। মিজানুছ ছালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টার আর পিএইচপি ফ্যামিলি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান হয়েছে নগরের নাসিরাবাদ হাউজিংয়ের মিজানুছ ছালাম একাডেমি হল রুমে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রসূল (:)- আল্লামা শায়েখ সাইয়্যেদ আফিফ উদ্দিন আল জিলানী, সাজ্জাদানশীন গাউছে পাক (কু.সি.)’র দরবার শরীফ, বাগদাদ, ইরাক। অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন, নুভেদ মিজান ইকবাল ও নুমায়ের মিজান আমীর।

এছাড়াও উপস্থিত ছিলেন জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক মুফতি আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা কাজী আবু তালেব, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনী প্রমুখ। মিজানুছ ছালাম ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের পরিচালক ড. মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আযহারির সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিজানুছ ছালাম ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার পরিচালিত আরবী ভাষা শিক্ষা কোর্স মারকায মিজানুছ ছালাম লি তালিমিল লুগাতিল আরাবিয়্যাহ’র সাবেক শিক্ষার্থী মোহাম্মদ ইমরান রেযা কাদেরী। নাতরাসূল পরিবেশন করেন মুহাম্মদ মহিউদ্দিন কাউসার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন মাওলানা ড. মোহাম্মদ কামালুদ্দিন আল আযহারী, মাওলানা সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী, মাওলানা মোহাম্মদ শায়েস্তা খান আল আযহারী, ইফতা কোর্সের শিক্ষার্থীবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও মেহমানবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরংপুরকে প্রথম হারের স্বাদ দিল দুর্বার রাজশাহী
পরবর্তী নিবন্ধনৈতিক শিক্ষায় শিক্ষিত হতে না পারলে পুঁথিগত বিদ্যায় লাভ হবে না