তানজিন তিশার স্ট্যাটাস ঘিরে জল্পনা

| মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৪২ পূর্বাহ্ণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-অনুসারীদের সঙ্গে খুব একটা ভাগাভাগি করেন না। তবে আজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট দিয়েছেন। আর সেখানে তিশা লিখেছেন, একদিন তুমি উপলব্ধি করবে আমার উপস্থিতি কী অথবা আমার অনুপস্থিতি কী। তার এই ছবির পরই জল্পনা শুরু, ভক্তদের মনে দেখা দিয়েছে কৌতুহল। কাকে ইঙ্গিত করে এই স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী? প্রশ্ন সবার মনে। কিন্তু জবাব দেননি তিনি। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে তানজিন তিশার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এ ব্যবহৃত গাড়ির মূল্য আপনার ধারণার চেয়েও সস্তা হতে পারেব্যবহৃত গাড়ির দাম। এরপর ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গেও তার সম্পর্কের কথা শোনা যায়। এদিকে এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত আছেন ‘লোহার তরী’ নামের একটি ওয়েব সিরিজের কাজে। যেটি নির্মাণ করছেন সঞ্জয় সমাদ্দার।

পূর্ববর্তী নিবন্ধকী সারপ্রাইজ দেবেন মাহি!
পরবর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ৮৭.৫৯ কোটি টাকা