‘তাণ্ডব’: রহস্য বাড়ালেন শাকিব

| সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

কোরবানির ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ নামের ওই সিনেমার ফোরকাস্ট প্রকাশ্যে এসেছে। গতকাল রোববার প্রকাশ পাওয়া সিনেমার এক মিনিট ৪১ সেকেন্ডের ফোরকাস্টে দেখা মিলেছে শাকিব খান, জয়া আহসান, রোজী সিদ্দিকি ও এজাজুল ইসলামের। সেখানে জয়া আহসান আছেন অস্ত্র তাক করে।

অন্যদিকে, শাকিব তার মুখ ঢেকেছেন ‘মাঙ্কি মাস্কে’। তাকে কখনো রাস্তায় অস্ত্রহাতে, আবার কখনো জেলখানায় পাওয়া যায়। খবর বিডিনিউজের।

সিনেমাটি নিয়ে রাফী বলেছেন ‘তাণ্ডবে’ তিনি এমন কিছু করতে চেয়েছেন যা বাংলাদেশের সিনেমায় আগে কেউ করেনি। ‘দর্শকদের ভালো কিছু দেয়ার প্রত্যয় সবসময় থাকে। এবারও দর্শকরা সেই নতুন কিছু পাবেন।’ সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকেরা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে ভারতের শিরোপা
পরবর্তী নিবন্ধনাট্য সম্ভারে আজ অরিন্দমের ‘কবি’